Wednesday, December 10, 2025

এস এম ফরহাদ বলেন, ভোটকেন্দ্রের ১শ মিটারের ভিতরে প্রচারণা নিষেধ থাকলেও, ছাত্রদল তা করছে। প্রশাসনকে জানানো হলেও কোন ব্যবস্থা নিচ্ছে না।

এস এম ফরহাদ বলেন, ভোটকেন্দ্রের ১শ মিটারের ভিতরে প্রচারণা নিষেধ থাকলেও, ছাত্রদল তা করছে। প্রশাসনকে জানানো হলেও কোন ব্যবস্থা নিচ্ছে না। সব অভিযোগের বিষয়েই প্রশাসন নীরবতা দেখাচ্ছে।

তিনি আরও বলেন, ভোটের পরিবেশ এখনও ভালো, পর্যবেক্ষণ করা হয়েছে। এসময় সকল শিক্ষার্থীকে ভোট দেয়ার জন্য কেন্দ্রে আসার আহ্বান জানান তিনি।

এদিকে নিয়ম ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে ঢুকেছেন ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা যে অংশে ভোট দিচ্ছেন, সেখানে ঢোকেন আবিদুল ইসলাম খান।

এ সময় তিনি অভিযোগ করেন, প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কোনো কার্ড করেনি। সে কারণে তাকে মেয়েদের হলের ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

অন্যদিকে, নির্বাচনে ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম।

সাদিক বলেন, সব প্রার্থী, ভোটার ও নির্বাচন কমিশনকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এখানে অনেক বহিরাগতরা প্রবেশের চেষ্টা করছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করবো সামগ্রিক নিরাপত্তার বিষয়টি আরও ভালোভাবে দেখার জন্য।

#DucsuElection#DhakaUniversity#SMFarhad#Ducsu#Election#Corruption#tk#TongerKhobor

View Original on Instagram

Share this article