জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে বাংলামোটরে বিক্ষোভ মিছিল করেছেন।
এ মিছিল ২০২৫ সালের ২৯ আগস্ট রাত সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের সামনে থেকে শুরু হয়। বিক্ষোভকারীরা "জুলাইয়ের বিপ্লবীরা এক হও, লড়াই করো", "যে হাত হামলা করে, সে হাত গুঁড়িয়ে দাও", "দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত" ইত্যাদি চ্যালেঞ্জিং স্লোগান দিয়েছেন। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদসহ অন্যান্য নেতারা মিছিলে অংশগ্রহণ করেন। এই বিক্ষোভমিছিল মূলত নুরুল হক নুরসহ তার দলের ওপর হওয়া বর্বর হামলার কঠোর প্রতিবাদ ও নিন্দার প্রকাশ ছিল। এ ঘটনায় নুরুল হক নুর মারাত্মকভাবে আহত হন এবং এর প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে.
সূত্র: আজকের পত্রিকা (Ajker Patrika), The Daily Campus, দৈনিক বাংলাদেশ প্রতিদিন।