ডিসি মাসুদের ছাত্রের মুখ চেপে ধরা ছবি এআই দিয়ে তৈরি: ডিএমপি
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের নামে একটি ছবি প্রচারিত হয়েছে, যেখানে তাকে এক ছাত্রের মুখ চেপে ধরতে দেখা গেছে। তবে ডিএমপি তা খণ্ডন করছে এবং দাবি করছে, ওই ছবি বাস্তব নয়, বরং এটি এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘ছবিটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি ও প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছে। বিশ্লেষণ করেই স্পষ্ট যে, এটি এআই প্রযুক্তির মাধ্যমে নির্মিত এবং এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।’
তিনি আরও জানান, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার নামে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় কাজকর্মে বাধা সৃষ্টি করা হতে পারে। ডিএমপি জনগণকে অনুরোধ করেছে, যেকোনো তথ্য বা ছবি যাচাই-বাছাই ছাড়াই শেয়ার করা থেকে বিরত থাকবেন এবং বিভ্রান্তিকর প্রচারণায় প্ররোচিত হবেন না।
Source: The daily campus