বিদ্রোহ ও প্রেমের অগ্নিকণ্ঠ, নজরুলকে শ্রদ্ধায় স্মরণ করছে জাতি।
আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে (১২ ভাদ্র, ১৩৮৩ বঙ্গাব্দ) তিনি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিদ্রোহী কবি হিসেবে খ্যাত নজরুল তাঁর সাহিত্যকর্মে সাম্য, প্রেম, মানবতা ও ন্যায়ের পক্ষে অনন্য ভূমিকা রাখেন। কবিতা, গান ও প্রবন্ধের মাধ্যমে তিনি বাঙালি জাতিকে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে জাগ্রত করেছিলেন।
এ উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে কবির অমর স্মৃতিকে স্মরণ করছে।